হালাল সনদ পেল বেঙ্গল মিট, প্রাণ ও রেনাটা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০৮:৪৬ পিএম


হালাল সনদ পেল বেঙ্গল মিট, প্রাণ ও রেনাটা

তিনটি প্রতিষ্ঠানের ৫০টি পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট দিয়েছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩০টি পণ্য, প্রাণ এগ্রো লিমিটেডের ১৮টি এবং রেনাটা লিমিটেডের ২টি পণ্য রয়েছে।

বুধবার (২২ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোকে হালাল সনদ দিয়েছে। এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সার্টিফিকেট তুলে দেন।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিএসটিআই এর মহাপরিচালক আবদুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
অনুষ্ঠানে হালাল সনদের পাশাপাশি ১৫ প্রতিষ্ঠানকে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট দেওয়া হয়। এগুলো হলো- এমারেলড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফর্টিফাইড রাইস ব্রান অয়েল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আইটি ও সফটওয়ার বেইজ, ইম্পেরিয়া ফুডসের ফর্টিফাইস রাইস কার্নেল, ইস্টার্ন সিমেন্ট লিমিটেডের সিমেন্ট, আরকে সিরামিক বাংলাদেশ লিমিটেডের টাইলস অ্যান্ড স্যানিটারি ওয়ার, এসএসটি বেভারেজ লিমিটেডের ফ্রুট ডিংস, ড্রিংকিং ওয়াটার অ্যান্ড কার্বনেটেড বেভারেজ, আলপাইন ফ্রেশ ওয়াটার লিমিটেডের ড্রিংকিং ওয়াটার, বেবি নিউট্রিশন লিমিটেডের দুগ্ধজাত শিশু খাদ্য প্যাকেটজাত করণ, গার্ডিয়ান নেটওয়ার্কের ট্রেনিং এবং কনসাল্টেন্সি, বাম্বেলবি বাংলাদেশ লিমিটেডের মোবাইল সিম কার্ড, বিদ্যুৎ বাংলাদেশ লিমিটেডের ব্লেড, কোয়ালিটি সলিউশন লিমিটেডের কেলিব্রেশন, বিল্ডিং কেয়ার লিমিটেডের কেমিক্যাল এডমিক্সার, ইন্ট্রিগ্রেটেড পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সফরমার এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফ্রুট ড্রিংকস অ্যান্ড বেভারেজের অনুকূলে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট দেওয়া হয়।

রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্যের অধিতকার গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের সনদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসটিআই।

এসআই/এসএম

Link copied