রাজধানীর আদাবরে ইনফিনিটির মেগা মলের উদ্বোধন

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

২৭ মার্চ ২০২৩, ০৩:৩৩ পিএম


রাজধানীর আদাবরে ইনফিনিটির মেগা মলের উদ্বোধন

রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী রিং রোডে আদাবর থানা সংলগ্ন টাইম স্কয়ার শপিং কমপ্লেক্সে বিশাল পরিসরে ইনফিনিটি মেগা মলের উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার (২৪ মার্চ) এটি উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব আদিল হোসেন নোবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, ভাইস চেয়ারম্যান ও প্রধান ফ্যাশন ডিজাইনার নাইমুল হক খান, কোম্পানির উপদেষ্টা শফিউল আলম চৌধুরী (সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক লি.), টাইম স্কয়ার শপিং কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন, কোম্পানীর নির্বাহী পরিচালক জি এম রাশেদুল হক মুকুলসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পূর্ণ নতুন ও বৃহৎ পরিসরের এই শপে থাকছে নতুন নতুন ঈদ কালেকশন। যা আপনার ঈদ শপিংকে করবে পরিপূর্ণ ও আনন্দদায়ক।
 
জেডএস

Link copied