১২ কেজি এলপিজির দাম কমেছে ২৪৪ টাকা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৩, ১২:৪১ পিএম


১২ কেজি এলপিজির দাম কমেছে ২৪৪ টাকা

ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১১৭৮ টাকা। গত মাসে এর দাম ছিল ১৪২২ টাকা। ফলে দাম কমেছে ২৪৪ টাকা।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। যা আজ থেকেই কার্যকর হবে।

গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

dhakapost

আজকের ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার (খুচরা বিক্রেতা) পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসক ব্যতীত মূল্য প্রতি লিটার ৫১ টাকা ৭৬ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৪ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ওএফএ/এসএসএইচ/জেএস

Link copied