পেঁপে ৭০, কচু ১২০ টাকা

সবজির বাজারে ঘুরছিলেন আব্দুস সোবহান মিয়া। কোনো দোকানেই সবজির দাম পছন্দ হচ্ছিল না তার। ক্রেতা সোবহানের বক্তব্য, ‘রমজানেও সবজির দাম এত ছিল না। চায় সব ৮০ টাকা কেজি, বেচতেছে ৭০ করে। ভাবতে পারেন, পেঁপের কেজি ৭০ টাকা।’
রাজধানীর পশ্চিম শ্যাওড়াপাড়ার অলি মিয়ারটেক বউ বাজারে সবজি কিনতে এসে এভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন স্কুল শিক্ষক সোবহান।
শুধু তিনি নন, বাজারে সবজি কিনতে আসা অধিকাংশ ক্রেতাই বিরক্ত সবজির বাড়তি দামে। বাজারে পেঁপে, কচু, ঝিঙা, করলা, কাঁকরোলের মতো সবজির দামে বিস্মিত অনেক ক্রেতাই।

বিক্রেতারা বলছেন, বাড়তি দামেই কেনা, যাতায়াত, দোকান ভাড়াসহ আনুষঙ্গিক খরচায় দাম আরও বাড়ে। আর লাভ ছাড়া তো বেচে না কেউ।
বউ বাজার ঘুরে জানা যায়, মরিচ আড়াইশ গ্রাম ৩০ টাকা, করলার কেজি ৮০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, পটল ৫০-৮০ টাকা, লাউ পিস ৬০, মিষ্টি কুমড়া কেজি ৩০-৩৫ টাকা, চাল কুমড়া ৫০-৬০ টাকা, সজনে ১৪০ টাকা কেজি, ৩০০ গ্রাম ওজনের ফুলকপি ৪০ টাকা, পাতাকপি ৬০ টাকা, পেঁপে ৭০-৮০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা কেজি, কাঁকরোল ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচু ১২০ টাকা, কচুর লতি ৮০ টাকা, টমেটো ৪০ টাকা কেজি ও লেবু ৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
সবজির দোকানে কথা হয় ক্রেতা তাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, কি কিনব, সব কিছুর দাম বাড়তি। নতুন সবজি বলে কচু ১২০ টাকা কেজি। বরবটি ৮০ টাকা, পেঁপে তো দামে মাত্রা ছাড়িয়ে গেছে।

পেঁপের বাড়তি দামের বিষয়ে সবজি বিক্রেতা মো. আনসার আলী বলেন, এখন পেঁপের মৌসুম না। অধিকাংশ পেঁপের গাছ কেটে ফেলা হচ্ছে, নতুন করে লাগানো হচ্ছে। পুরাতন কিছু গাছের পেঁপে বাজারে সরবরাহ করা হচ্ছে। কিনতেই লাগছে বেশি, বেচব কমে কেমনে?
সবজি বিক্রেতা হযরত আলী বলেন, পাইকারিতে সবজি কমে পাইলে খুচরায় কমে বিক্রি করা যায়। আমাদের কেনাই পড়ছে বেশি দামে।
শাকের বাজার ঘুরে জানা যায়, পাট শাক জোড়া আঁটি ২০ টাকা, কলমি শাক জোড়া আঁটি ২০ টাকা, কচুর দুই আঁটি ১০ টাকা, লাল শাকের জোড়া আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, শাপলা ডাটা ১০ টাকা, ডাটা শাক ১০ টাকা, সবুজ ডাটা ২০ টাকা আঁটিতে বিক্রি হচ্ছে। আর ধনে পাতা ১০০ গ্রাম ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

শাক বিক্রেতা আব্দুস সাত্তার বলেন, শাকের দামে খুব বেশি হেরফের হয়নি। ২/১ টাকা নিয়ে ক্রেতারা আপত্তি করছে না। পুঁই শাকের দাম একটু এদিক-সেদিক হয়।
বাজারের দামের সঙ্গে কেজিতে আরও ৫ থেকে ২০ টাকা বেশি দরে সবজি বিক্রি হচ্ছে পাড়া-মহল্লার ভ্যানে। উত্তর পীরেরবাগের মাইকের দোকানের গলিতে কথা হয় ভ্যানে সবজি বিক্রেতা নাজমুল বলেন, পটল ৭০/৮০ টাকা, বেগুন ৭০, ঝিঙা ৮০, ঢেঁড়স ৭০ টাকায় বিক্রি করছি। মিষ্টি কুমড়া ৩৫ টাকা কেজি, কাঁকরোল ৮০ টাকা আর পেঁপে ৮০ টাকার নিচে বেচা যাচ্ছে না বলেও জানান তিনি।
জেইউ/এসএসএইচ/