মুনাফা বেড়েছে রবির

নতুন বছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের। কোম্পানিটির চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
সোমবার (৮ মে) কোম্পানির পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির মোট আয় হয়েছে ৪ লাখ ২০ হাজার ২৬৫ টাকা। তাতে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৮ পয়সা।
এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে কোম্পানিটির মুনাফা হয়েছিল ৩ লাখ ৯৮ হাজার ৩৯৮ টাকা। তাতে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ৮ পয়সা।
২০২৩ সালের ৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৯০ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ১২ টাকা ৮৫ পয়সা।
প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬১ পয়সা।
২০২০ সালে তালিকাভুক্ত বহুজাতিক এই কোম্পানিটির ২০২২ সালে মোট মুনাফা হয়েছে ১৮৩ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৫১৩ টাকা। তবে কোম্পানিটি শেয়ার প্রতি ৭৫ পয়সা করে মোট ৩৬৬ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ২৬ টাকা মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগের বছর ২০২১ মুনাফা হয়েছিল ১৭৮ কোটি ৮ লাখ ৯৭ হাজার ১৮৪ টাকা। সে বছর ৫০ পয়সা করে শেয়ারহোল্ডারদের মুনাফা দিয়েছিল ২৬১ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৪৪৭ টাকা।
এমআই/জেডএস