এনআরবি গ্লোবাল ব্যাংকে ঋণ জালিয়াতি, মামলার অনুমোদন

অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ও ব্যক্তির নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখার ম্যানেজার ও এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই সংস্থাটির উপ-সহকারী পরিচালক শামীম খন্দকার বাদী হয়ে মামলাটি দায়ের করবেন। দুদক পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখার সাবেক ভিপি অ্যান্ড ম্যানেজার মো. নিজাম উদ্দীন, এসপিও অ্যান্ড জেনারেল ব্যাংকিং ইনচার্জ মহিন উদ্দিন, ট্রেইনি অ্যাসিট্যান্ট অফিসার নুর করিম ও তেজগাঁয়ের বাসিন্দা মোক্তার হোসেন পাটোয়ারী।
এছাড়াও আসামি হচ্ছেন এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক এমডি মো. রাসেল শাহরিয়া, হেড অব এসএমই ফিন্যান্স মো. আজিমুল হক, সাবেক ভিপি এবং সিএফও মো. মনিরুজ্জামান আকন, সাবেক সিনিয়র অফিসার মো. ফয়সাল আলম, সাবেক অফিসার মো. আউয়াল হোসেন।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরি করে ৪৫ লাখ টাকার ঋণ মঞ্জুর করে আত্মসাৎ করেছে। যা বর্তমানে সুদ-আসলসহ মোট ১ কোটি ৩২ লাখ টাকা দাঁড়িয়েছে। অনুমোদিত মামলায় পুরো টাকাই আত্মসাৎ হিসাবে দেখিয়ে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৫৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আরএম/জেডএস