নেদারল্যান্ডসে ফ্যাশন শো প্রদর্শনীতে ‘বাংলাদেশ ইনোভেশন রানওয়ে’

নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় অ্যাপারেল এক্সচেঞ্জের আয়োজনে দুদিনব্যাপী ‘বেস্ট অফ বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী হতে যাচ্ছে। আমস্টারডামে এ প্রদর্শনীতে প্রথমবারের মতো আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফ্যাশন শো ‘বাংলাদেশ ইনোভেশন রানওয়ে’। এর আয়োজক বাংলাদেশের বৃহত্তম ডেনিম পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ।
শনিবার (১৯ আগস্ট) বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ ইনোভেশন রানওয়ে’র মাধ্যমে উদ্ভাবনের দিক থেকে বাংলাদেশের শিল্পে যে বৈপ্লবিক পরিবর্তন ও সক্ষমতা অর্জন হচ্ছে সেটি তুলে ধরা হবে। বাংলাদেশে তৈরি অভিনব ও উচ্চ মূল্যের পণ্য এই ফ্যাশন শোতে প্রদর্শন করা হবে।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ইনোভেশন রানওয়ের উদ্দেশ্য হলো উচ্চ মূল্য পণ্যের লেবেল হিসেবে মেড ইন বাংলাদেশকে সবার কাছে তুলে ধরা।
তিনি বলেন, ইউরোপের প্রাণকেন্দ্রে ইনোভেশন রানওয়ে আয়োজনের মাধ্যমে আমরা পশ্চিমা ক্রেতা ও ভোক্তাদের কাছে টেকসই ও উদ্ভাবনী পণ্য উৎপাদনে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরতে চাই।
প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে ইউরোপে বাংলাদেশ ইনোভেশন রানওয়ের মাধ্যমে ডেনিম উৎপাদনে আমাদের উদ্ভাবন ও সক্ষমতা উপস্থাপন করতে পারবো।
তিনি বলেন,প্যাসিফিক জিন্সকে এই ফ্যাশন শো উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য বেস্ট অফ বাংলাদেশ এর আয়োজককে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি ইনোভেশন রানওয়ে উদ্ভাবনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমআই/এমএসএ