অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ডিমের দাম বেড়েছে

সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা ডিমের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
শনিবার (১৯ আগস্ট) রাজধানীর উত্তরার গরীবে নেওয়াজ রোডে ‘অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ডিমসহ অন্য নিত্যপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ ক্যাব আয়োজিত মানববন্ধনে বক্তারা এ অভিযোগ করেন।
বক্তারা জানান, বাজারে প্রায় সব পণ্যের দাম বেশি। ডিম নিয়ে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। ওষুধের দাম বেশি। এছাড়াও সব পণ্যের দাম সিন্ডিকেট করে ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছে। বাজার পরিস্থিতি কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে জিম্মি।
তারা বলেন, আমরা সরকারকে অনুরোধ করব, সরকার যেন ভোক্তাবান্ধব হয়। আমরা ভোক্তারা ন্যায্যমূল্যে সঠিক ওজনে পণ্য পেতে চাই। আর যেসব অসাধু ব্যবসায়ী আছেন, যারা কারসাজি করে, মুনাফাখোর, মজুতদার, বাজারে পণ্যের সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যেসব ব্যবসায়ী এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে ক্যাবের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।
এছাড়া বাংলাদেশের সব হাসপাতালে ডেঙ্গু রোগীদের পরীক্ষা বিনামূল্যে করার জন্য মানববন্ধন থেকে সরকারের প্রতি দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, ক্যাব উত্তরা শাখা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, হিউম্যান রাইট রিভিউ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার মীর রেজাউল করিম, উত্তরা শাখা কমিটির প্রধান উপদেষ্টা সানোয়ার হোসেন, উত্তরা প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডা. আবদুস সামাদ, প্রভাতী কল্যাণ সংস্থার সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খলিলুর রহমান, বিশিষ্ট ব্যাংকার রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সাকিনা জাহানারা, ১৩নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বিশিষ্ট সমাজসেবক আবদুল কাদের, সাবেক সরকারি কর্মকর্তা ও সমাজসেবক শাহজাহান মুন্সী, ক্যাব উত্তরা শাখার সভাপতি শাহিনা রহমান পপি।
ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, সরকার যদি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজনে আমরা ক্যাবের পক্ষ থেকে জনগণকে সঙ্গে নিয়ে সেই সব ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি ঘেরাও করব। তারা ব্যবসা করবে, সুখে থাকবে আর আমরা ভোক্তাদের নাভিশ্বাস উঠবে তা সহ্য করা যায় না। ব্যবসায়ীদের আমরা সাবধান করতে চাই। এগুলো বাদ দিয়ে সঠিকভাবে ব্যবসা করুন। অন্যায়ভাবে, অসৎভাবে ব্যবসা করে বলবেন আপনারা রাজা, এই রাজাগিরি চলবে না। এই দেশ আমরা যুদ্ধ করে অর্জন করেছি আর আপনারা লুটপাট করবেন, এটা মেনে নেওয়া যায় না।
এমআই/এসএসএইচ/