ডিএসইতে প্রি ওপেনিং সেশনের লেনদেন বন্ধ

লকডাউনে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারেও লেনদেন চালু থাকবে। তবে বন্ধ থাকবে প্রি-ওপেনিং লেনদেন। অর্থাৎ কোনো রকম প্রস্তুতি ছাড়াই সরাসরি সকাল ১০টায় লেনদেন শুরু হবে।
সোমবার (৫ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার (৩ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন চলাকালীন সময়ে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রি-ওপেনিং সেশন স্থগিত করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।
এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ট্রেকহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বাস্থ্যবিধি মেনে অনলাইন প্লাটফর্মে লেনদেন করার অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, লকডাউনে ব্যাংকের লেনদেন হলে পুঁজিবাজারেও লেনদেন হবে। কারণ পুঁজিবাজারে লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে।
তিনি আরও বলেন, লকডাউনে ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তন করলে, আমারাও করব। আমরা শিফটিং ওয়াইজ অফিস করব। কেউ বাসায় বসে অফিস করব, আবার যাদের খুব বেশি প্রয়োজন তারা অফিস গিয়ে কাজ করবে।
এমআই/এমএইচএস