রপ্তানি আয় বাড়লেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা

আগস্টে বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৪৭৮ কোটি ২১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৭ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার বেশি।
শতাংশের হিসেবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের আগস্ট মাসে রপ্তানি আয় বেড়েছে ৩ দশমিক ৮০ শতাংশ। তবে সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ হয়নি। ওই মাসে সরকারের রপ্তানি বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৮৭ কোটি ২১ লাখ ৯০ হাজার ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
ইপিবির তথ্য মতে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের আগস্ট মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৬ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। সেখান থেকে আগস্টে ৪৭৮ কোটি ২১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার আয় হয়েছে।
২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রপ্তানি বাবদ আয় হয়েছিল ৪৬০ কোটি ৭০ লাখ ডলার। সে হিসেবে গত বছরের তুলনায় ১৭ কোটি ৫১ লাখ ইউএস ডলার পরিমাণ আয় বেড়েছে। যা শতাংশের হিসাবে বেড়েছে ৩ দশমিক ৮০ শতাংশ।
গত অর্থবছরের তুলনায় এ বছরের আগস্ট মাসে রপ্তানি আয় বাড়লেও সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি পূরণ হয়নি। বিদায়ী মাসে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৪৮৭ কোটি ২১ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয় কম হয়েছে। যা শতাংশের হিসাবে ১ দশমিক ৮১ শতাংশ।
তবে তার আগের মাসে জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি আয় করেছে বাংলাদেশ। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুসারে সরকার এবার ৬২ বিলিয়ন ডলার বা ৬ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের পণ্য বিশ্ববাজারে রপ্তানি করবে। তাতে প্রবৃদ্ধি হবে ১১ দশমিক ৫৯ শতাংশ।
এর মধ্যে একক মাস হিসেবে জুলাই মাসে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ বিলিয়ন বা ৪৪৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার পরিমাণ পণ্য। আর সরকারের রপ্তানি আয় হয়েছে ৪৫৯ কোটি ২০ লাখ ইউএস ডলার পণ্য। অর্থাৎ ওই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১১ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার বেশি রপ্তানি আয় হয়েছিল। যা শতাংশের হিসেবে বেড়েছিল ২ দশমিক ৫০ শতাংশ।
তার পরের মাস আগস্টে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৮৭ কোটি ২১ লাখ ৯০ হাজার ডলার। আয় হয়েছে ৪৭৮ কোটি ২১ লাখ ৯০ হাজার ইউএস ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৮১ শতাংশ রপ্তানি আয় কমেছে।
তবে জুলাই ও আগস্ট দুই মাস মিলে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেশি হয়েছে। ওই দুই মাসে ৯৩৭ কোটি ৫১ লাখ ১০ হাজার মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৯৩৫ কোটি ১০ লাখ মার্কির ডলার সমপরিমাণ পণ্য।
আর ২০২২ সালের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৭৮ কোটি ৩২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা শতাংশের হিসেবে বেড়েছে ৯ দশমিক ১২ শতাংশ। ২০২২ সালের জুলাই ও আগস্ট মাসে মোট ৮৫৯ কোটি ১৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ পণ্য বিশ্ব বাজারে রপ্তানি হয়েছিল।
খাতভিত্তিক রপ্তানি তথ্যে দেখা যায়, আগস্ট মাসে রপ্তানি আয় সবচেয়ে বেশি হয়েছে তৈরি পোশাক থেকে। এরপর যথাক্রমে শীর্ষে রয়েছে চামড়া খাত, পাট এবং কৃষি খাতের পণ্য।
এমআই/জেডএস