গুলশানে যাত্রা শুরু করল ‘কিডোস ফান’

শিশুদের বিনোদনের সঙ্গী হতে রাজধানীর গুলশান-১ নম্বরে চালু হলো ইনডোর প্লে-গ্রাউন্ড ‘কিডোস ফান’। কিডোস ফানে বাচ্চারা খেলা ও খেলার মাধ্যমে শেখার অনন্য এক পরিবেশ পাবে।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাজধানীর গুলশান-১ (বসতি এরিস্টোক্রেট, লেভেল-৩, ব্লক-এসডব্লিউএইচ, ০৬ গুলশান এভিনিউ)- এ কিডোস ফানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম, পরিচালক আ ন ম জহিরুল আবেদীনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় অনেক অভিভাবক তাদের বাচ্চাদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। এসময় তারা বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলা উপভোগ করেন এবং আনন্দমুখর সময় কাটান।
উল্লেখ্য, ‘কিডোস ফান’ এ রয়েছে বাচ্চাদের জন্য খেলা ও খেলার মাধ্যমে শেখার অনন্য এক পরিবেশ, রয়েছে ফুডকোর্ট। খেলাধুলার সামগ্রীর মধ্যে থাকছে বল হাউজ, বাস্কেট বল, বোলিং, টেম্পলিং, দোলনা, হর্স রাইডিং, ফুটবল, সিসো, হান্ডি গেমসহ আরও অনেক কিছু।
এমএসএ
