কিস্তিতে মিলবে যমুনার এলইডি টিভি

পৃথিবীতে এখন অর্থনীতির টালমাটাল অবস্থা। বাংলাদেশও তার বাহিরে নয়। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের মহাউৎসবের ডামাডোল বেজে উঠেছে। ক্রিকেটপাগল বাঙালি জাতি ক্রিকেট জ্বরে ভুগছে। তাদের এ আনন্দে শরিক হতে যমুনা ইলেকট্রনিক্স নামমাত্র কিস্তিতে গ্রাহকদের চাহিদা অনুসারে বিশাল ছাড়ে এলইডি টিভি দিচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিকেটের এই মহাউৎসবে যমুনা নিয়ে এলো “টাইগার ড্রাইভ” অফার। যমুনা এলইডি টিভি কিনলেই সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট। যমুনা লেটেস্ট ৫৫" ফার ফিল্ড ভয়েস কন্ট্রোল দিচ্ছে ৩৩ হাজার ২০০ টাকার বিশাল ছাড়। যা মাত্র ৬৪ হাজার ৮০০ টাকায় কাস্টমার কিনতে পারবে।
এছাড়া মাত্র ১৪ হাজার ৮০০ টাকায় ৩২" বেসিক, ২২ হাজার ৮০০ টাকায় ৩২" স্মার্ট ভয়েস কন্ট্রোল, ৩২ হাজার ৮০০ টাকায় ৪৩" স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে জিরো শতাংশ ইন্টারেস্টে ৬মাসের নগদ কিস্তি ও ইএমআই সুবিধা ।
যমুনা টিভির ফার-ফিল্ড ভয়েস কন্ট্রোল সিস্টেম যা রিমোট ছাড়াই আপনার কমান্ড শুনবে। ইউটিউবসহ অন্যান্য এন্টারটেইনমেন্ট অ্যাপ্স মুহূর্তেই আপনার কমান্ড অনুযায়ী অপারেট হবে। যমুনা এলইডি টিভির ব্লু রে গ্লাস চোখ ও পরিবেশের কোনো ক্ষতি করে না। অনলাইনে কিনতে ভিজিট করুন www.estorejamun.com-এ ।
এমজে
