কক্সবাজারে কোহিনূর কেমিক্যালের কনফারেন্স অনুষ্ঠিত

‘বিজয়ের প্রত্যয়ে বাধা পেরোই একসাথে’- স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ‘অ্যানুয়াল সেলস্ অ্যান্ড মার্কেটিং কনফারেন্স-২০২৩’। কক্সবাজারের হোটেল সি প্যালেসে-এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
২০২২-২০২৩ অর্থ-বছরের মাঠ ও ব্র্যান্ড পর্যায়ে যেসব সেলস্ অ্যান্ড মার্কেটিংয়ের কর্মকর্তা ও কর্মীরা কোহিনূর কেমিক্যালের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে শতভাগ টার্গেট অর্জন করেছেন, সেসব কর্মকর্তা ও কর্মীদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম সার্টিফিকেট ও উপহার বিতরণ করেন।
কনফারেন্সে কোম্পানির পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) এম.এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-সেলস অ্যান্ড মার্কেটিং এম. জিয়াউল হাফিজ এবং প্রধান কার্যালয়সহ ফিল্ড পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সের শেষে প্রোডাক্ট-নলেজের ওপর মাসিক লিখিত পরীক্ষার পুরস্কার এবং র্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
জেডএস
