আইবিবির নতুন মহাসচিব লাইলা বিলকিস আরা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২১, ০৩:৫৩ পিএম


আইবিবির নতুন মহাসচিব লাইলা বিলকিস আরা

লাইলা বিলকিস আরা

দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) মহাসচিব হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল ভোগরত) লাইলা বিলকিস আরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। লাইলা বিলকিস ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের প্রধানসহ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে দায়িত্ব পালন করেন।

তার বাড়ি চুয়াডাঙ্গা জেলা। তিনি প্রাতিষ্ঠানিক প্রয়োজনে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদিতে অংশগ্রহণ করেন।

এসআই/এফআর

Link copied