ঢাকা রিজেন্সির হ্যালোইন আয়োজন

হ্যালোউইন মানেই একটু অন্যরকম উৎসব। এদিন নাকি মানুষের সান্নিধ্য লাভের আশায় ভূত বা অশরীরী শক্তি নেমে আসে পৃথিবীর বুকে! একটু আতঙ্ক...একটু ভয় মিশ্রিত পরিবেশে তাই হ্যালোউইন ডে উপলক্ষ্যে প্রতিবছরের মতো ৩১ অক্টোবর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে ঢাকা রিজেন্সিতে হ্যালোউইন নাইট পার্টি অন দ্য স্কাইলাইন। পাশাপাশি ভোজন রসিকদের জন্য হ্যালোউইন উপলক্ষ্যে রয়েছে বিশেষ আয়োজন।
শহরের মধ্যে সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশে সাজানো ঢাকা রিজেন্সির রুফ টপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন, যেখানে ভয়ংকর সব সাজ- সজ্জায় অপেক্ষা করছে বিভীষিকাময় এক অনুভূতি আর ভূতেরা! সঙ্গে রাতের খাবারের স্পেশাল বার-বি-কিউ বুফে ডিনার আয়োজন তো থাকছেই।

৩১ অক্টোবর অর্থাৎ হ্যালোউইন ডে-তে এই পুরো ভূতুড়ে আয়োজনে ঢাকা রিজেন্সির অতিথিদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি মাত্র ৩১৩১ টাকা!
তার সঙ্গে আরও থাকছে ভূতের সঙ্গে বসে ভূতুড়ে সিনেমা দেখার সুযোগ, টান টান উত্তেজনাময় ম্যাজিক শো, কুইজ কন্টেস্ট, কস্টিউম কন্টেস্ট, র্যাফেল ড্রয়ের মতো এক্সাইটিং সব অ্যাক্টিভিটিস! পুরো আয়োজনটি শুরু হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে এবং চলবে রাত ১০টা ৩০ পর্যন্ত।
কেএ
