কাস্টমস বিভাগের ৬৭ কর্মকর্তাকে বদলি

কাস্টমস বিভাগের ৬৭ সহকারী রাজস্ব কর্মকর্তা পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ৩৫ জনই ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তা।
বুধবার (৭ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিনের সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
ধারণা করা হচ্ছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি সোনা বেহাতের ঘটনার জেরে ওই কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, গত ১১ সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে সারা দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়। এরপরই আবার এমন বদলির আদেশ দেওয়া হলো।
আরএম/কেএ