সিলেটে যমুনার ডিলার শোরুমের উদ্বোধন

সিলেটের সোবহানি ঘাটে উদ্বোধন করা হল যমুনা ইলেক্ট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শোরুম সন্ধানী ইলেকট্রনিক্সের। এসময় পুরো উদ্বোধনী অনুষ্ঠান জমকালো আয়োজন, নানা কার্যক্রম আর লোভনীয় অফারে পরিপূর্ণ ছিল।
অনুষ্ঠানে সন্ধানী ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী বিশ্বজীৎ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে যমুনা গ্রুপ সদা নিবেদিত। কোটি কোটি মানুষের আস্থায় ধন্য যমুনা ইলেকট্রনিক্সের সকল পণ্য। যমুনার সাথে ব্যাবসায়ী অংশীদারিত্ব মানে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি, ভবিষ্যৎ নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতি। ব্যবসায়ী মহলে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা পেতে আমরা আছি সবার পাশে।
এছাড়া তিনি ব্যবসা পরিচালনার নানা দিকনির্দেশনা এবং পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফালাহ উদ্দিন আলি আহমেদ, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সেলস ডিরেক্টর কামাল হোসেন, ব্র্যান্ড ডেভেলপমেন্ট ডিজিএম রকিব আহমেদ, সেলস ডিজিএম মো. আলাউদ্দিন হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সিফাত সাইদ, সিলেট অঞ্চলের জোনাল ম্যানেজারসহ অন্যান্যরা।
পিএইচ
