কোহিনূর কেমিক্যালের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মোহা. শামীম কবীর এবং সিএফও আবু বক্কর সিদ্দিক।
সভায় ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিগুলা শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৪০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়।
জেডএস
