বেশি মূল্যে বিডিং: ওয়ালটনসহ পাঁচ কোম্পানির বিডাররা নিষিদ্ধ

বুক বিল্ডিং পদ্ধতিতে (ফাউল প্লে) বেশি মূল্যে বিডিং করায় ওয়ালটনসহ পাঁচ কোম্পানির বিডারদের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) নিষিদ্ধ করা হয়েছে।
অপর চার কোম্পানি হলো, তালিকাভুক্তির অপেক্ষায় থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, মীর আখতার হোসাইন লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) ও ইনটেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পাঁচ কোম্পানির কাট-অফ প্রাইসের ২০০ শতাংশের বেশি মূল্যে বিডিং করেছে তাদের পরবর্তী তিনটি আইপিওতে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এছাড়া এই পাঁচ কোম্পানির কাট-অফ প্রাইসের যেসব যোগ্য বিনিয়োগকারী ১৫০ থেকে ২০০ শতাংশের বেশি মূল্যে বিডিং করেছে তাদের পরবর্তী দুইটি এবং কাট-অফ প্রাইসের ১০০ থেকে ১৫০ শতাংশের বেশি মূল্যে যেসব যোগ্য বিনিয়োগকারী বিডিং করেছে তাদের পরবর্তী একটি আইপিওতে অংশগ্রহণের জন্য অযোগ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন করলে সবাই শেয়ার পাবেন। তবে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। এমন বিধান রেখে আইপিওর সংশোধনী চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমআই/এসআরএস