এলপিজি আমদানিতে সীতাকুণ্ডে নতুন শুল্ক স্টেশন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ মে ২০২১, ০৩:৪৫ পিএম


এলপিজি আমদানিতে সীতাকুণ্ডে নতুন শুল্ক স্টেশন

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার নডালিয়া এলাকাকে নতুন শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এলপিজি আমদানির উদ্দেশেই নতুন ওই শুল্ক স্টেশন ঘোষণা করা হলো।

ইতোমধ্যেই নডালিয়া এলাকার প্রায় ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়। বুধবার (৫ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই আদেশে বলা হয়, কাস্টমস আইনের প্রদত্ত ক্ষমতাবলে এনবিআরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার নডালিয়া এলাকাকে এলপিজি আমদানির উদ্দেশে কাস্টমস স্টেশন হিসেবে ঘোষণা করা হলো। স্টেশনের মোট জমির পরিমাণ ১২ দশমিক ৮০ একর।

বাংলাদেশের স্থল সীমান্তের দৈর্ঘ্য প্রায় দুই হাজার ৪০০ কিলোমিটার, এর শতকরা ৯২ শতাংশ ভারতের সঙ্গে এবং বাকি ৮ শতাংশ মিয়ানমারের সঙ্গে। পুরো সীমান্তে ছোট-বড় ১৮১টি শুল্ক স্টেশন আছে যা জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন। যার মধ্যে ২৪টি শুল্ক স্টেশন গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশে স্থলবন্দর চালু রয়েছে ১২টি।

আরএম/এফআর

Link copied