করোনায় অর্থনীতিবিদ আইয়ুবুর রহমানের মৃত্যু

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ মে ২০২১, ১২:৫১ পিএম


করোনায় অর্থনীতিবিদ আইয়ুবুর রহমানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আইয়ুবুর রহমান ভূঁইয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১০ মে) বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. আইয়ুবুর রহমান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করেছে। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য ও সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচিত সদস্য পদে নিয়োজিত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এক শোকবার্তায় অর্থনীতি সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, অধ্যাপক ড. আইয়ুবুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। তার জীবদ্দশায় তিনি গণমানুষের উন্নয়নের লক্ষ্যে দেশের অর্থনীতিতে ব্যাপক গবেষণা কর্ম ও প্রাগ্রসরচিন্তার সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে বিরল সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। তার স্মৃতি আমাদের কাছে অর্থনীতিবিদদের সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে চিরজাগরুক থাকবে।

আরএম/জেডএস

Link copied