প্রি-বুকিং করা রয়েল এনফিল্ডের ডেলিভারি শুরু

সব অপেক্ষার অবসান ঘটিয়ে রয়েল এনফিল্ডের ঢাকাসহ সব শোরুমে ডেলিভারি শুরু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) ঢাকাস্থ তেজগাঁও এ রয়েল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে প্রি-বুকিং করা ব্যক্তিদের কাছে ডেলিভারি শুরু হয়।
বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড, যা গত বছরের ২১ অক্টোবর ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে, যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম।
লঞ্চিংয়ের একদিন পর থেকেই রয়্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া ফেলেছে মোটরসাইকেল প্রেমীদের কাছে । দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোরুমে এসে অনেক লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে প্রি-বুকিং করেন তারা। অবশেষে বাইকারদের স্বপ্ন করতে রয়েল এনফিল্ডের ডেলিভারি শুরু হয়েছে।
এআইএস