৫৭ কোটি টাকা আত্মসাৎ : রূপালি ব্যাংকের সাবেক এমডিসহ আসামি ৩

গ্রাহকের উৎস থেকে এলসি পেমেন্ট না করে ফোর্সড লোনের সৃষ্টির মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণ ও অবৈধ এলসির মাধ্যমে ৫৭ কোটি ৮৪ লাখ ১২ হাজার ২৩৪ টাকা আত্মসাতের অভিযোগে রুপালি ব্যাংকের সাবেক এমডি ফরিদ উদ্দীনসহ ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৫ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- রূপালী ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, সাবেক উপমহাব্যবস্থাপক মো. আবুল খায়ের ও শীতল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দিদারুল ইসলাম।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামি মো. দিদারুল ইসলাম ও মো. আবুল খায়েরের বিরুদ্ধে চট্টগ্রাম ভিত্তিক শিপ ব্রেকিং প্রতিষ্ঠান মেসার্স শীতল এন্টারপ্রাইজের পক্ষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত কোম্পানি মেসার্স গ্রিন স্টার মেরিন লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের কর্মকর্তারা মো. আবুল খায়েরকে বিধি বহির্ভূত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ৯৯.৬৫ লাখ মার্কিন ডলারের ঋণপত্র স্থাপন করেন। এলসিতে এড কনফারেশন যোগ করা এবং সুযোগ থাকা সত্ত্বেও গ্রাহকের উৎস থেকে এলসি পেমেন্ট না করে ফোর্সড লোন সৃষ্টির মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণ ও অবৈধ এলসি স্থাপনের মাধ্যমে প্রায় ৫৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।
আরএম/এমএন