ই-বুকে ভ্যাট অব্যাহতি এনবিআরের

তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবার ই-বুকের স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে মূসক বা ভ্যাট পুরোপুরি অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী সই করা বিশেষ আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশে সব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবা সার্বজনীন ও সহজলভ্য করা একান্ত প্রয়োজন।
এ অবস্থায আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং ই-বুক সেবা সার্বজনীন ও সহজলভ্য করার লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের প্রদত্ত ক্ষমতাবলে, শুধুমাত্র ই-বুক সেবার (সংবাদ পত্র, পত্রিকা, সাময়িকী ও জার্নাল ব্যতীত) ক্ষেত্রে আমদানি ও সরবরাহ পর্যায়ে আরোপণীয় ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর।
আরএম/এসএম