রমজানে পাঠাওয়ের বিশেষ অফার

রমজান মানেই ইবাদত, এক সঙ্গে সময় কাটানো আর সুন্দর কিছু মুহূর্ত। আর এই রমজানে ইফতার, সেহরি ও যাতায়াতের মুহূর্তগুলোকে আরও সহজ করে তুলতে পাঠাওয়ের ক্যাম্পেইন— পাঠাওয়ের সাথে পূর্ণতা পাক মুহূর্তগুলো।
এক্সক্লুসিভ রমজান অফারস
পাঠাও ফুড : RAMADAN100 প্রোমো কোড ব্যবহার করে পাঠাও ফুডে অর্ডার করলে পাবেন ১০ শতাংশ ছাড়, সর্বোচ্চ ১০০ টাকা। সেহরির বিশেষ ডেলিভারি অপশন এবং সেরা রেস্টুরেন্টের ইফতার ডিল উপভোগ করুন। হালিম, জিলাপি, জুসের জন্য আলাদা সেকশন তো থাকছেই।
পাঠাও কার : এই রমজানে পাঠাও কারের সঙ্গে আরামদায়ক ও সাশ্রয়ী রাইড হবে নিশ্চিন্ত। যেকোনো প্রয়োজনে আরামদায়ক রাইডের জন্য পাঠাও কারে পেয়ে যাবেন ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। দ্রুত ও কম খরচে যাতায়াতের জন্য পাঠাও বাইকে পেয়ে যাবেন ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। আর পাঠাও পার্সেল দিয়ে এখন একসঙ্গে তিনটি পর্যন্ত পার্সেলে প্রিয়জনদের কাছে ইফতার পাঠাতে পারবেন সহজেই।
এ ছাড়া, পাঠাও পয়েন্টস দিচ্ছে এক্সাইটিং ডিসকাউন্টস ও ডিলস, ফেব্রিলাইফ, মোশন ভিউ, সারাহ রিসোর্ট ছাড়াও আরো অনেক জনপ্রিয় ব্র্যান্ডে পাচ্ছেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
এমজে
