আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

লেনদেনে ফের খানিকটা গতি দেখা ফিরল পুঁজিবাজারে। আজ (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৮৪ কোটি টাকা। যা প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ।
সোমবার ৮ পয়েন্ট যোগ হয়ে প্রধান সূচক দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৪। এর আগের দিন লেনদেন হয় ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকা; সূচক ছিল ৪ হাজার ৯৫৬ পয়েন্ট।
ডিএসইতে এর আগে ৫৮৪ কোটির বেশি লেনদেন হয় ২৫ ফেব্রুয়ারি। সেদিন লেনদেনের পরিমাণ ছিল ৬০৭ কোটি টাকা; সূচক ছিল ৫ হাজার ২৬৭ পয়েন্ট।
গত মার্চের শুরু থেকে নেতিবাচক প্রবণতায় চলছে পুঁজিবাজার। লেনদেনের পরিমাণ ৫০০ কোটি টাকা থেকে কমতে কমতে চারশ কোটি টাকার ঘরেই ছিল বেশির ভাগ সময়। গত ১০ এপ্রিলের পর তা আরও কমে তিনশ কোটি টাকার ঘরে চলে যায়।
আরও পড়ুন
সবশেষ গত ২৯ এপ্রিল ২৯১ কোটি টাকা লেনদেন হয়। এটি ছিল গত পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন লেনদেন।
ডিএসইর লেনদেনে সোমবার মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাতের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফায় রয়েছে।
লেনদেনের তথ্য ঘেঁটে দেখা যায়, এদিন লেনদেনে আসা ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির, আগের দরে লেনদেন হয় ৫৮টির।
সর্বোচ্চ ১৮ শতাংশ লেনদেন হয় ব্যাংক খাতে; টাকার হিসাবে ৭৪ কোটি ৫০ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাত লেনদেন হয় ৫০ কোটি ৮০ লাখ টাকা। ৪০ কোটি টাকার মতো লেনদেন করা জ্বালানি ও বিদ্যুৎ খাত ছিল তৃতীয় স্থানে।
এদিন সবচেয়ে বেশি দর বাড়ে যথাক্রমে বসুন্ধরা পেপার মিল, বারাকা পাওয়ার ও এসইএমএল পিবিএসএল গ্রোথ ফান্ড। বেশি দর হারায় খুলনা পাওয়ার কোম্পানি, রেনউইক যজ্ঞেশ্বরস ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন।
এমএ
