আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়াকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর নিয়োগ প্রক্রিয়ায় ও অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং নগদ থেকে ১৫০ কোটি টাকা বেহাত এবং স্ত্রীসহ স্বজনকে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে।
রোববার (১ জুন) নগদ কার্যালয়ে অভিযান পরিচালনা শেষে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে দুদক টিম নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে। নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতার আলোকে অধিকতর তদন্ত করতে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আরও পড়ুন

তিনি আরও বলেন, ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এর আগে সকালে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের উপ-সহকারী পরিচালক রবিউল হকের নেতৃত্বে একটি টিম।
দুর্নীতির অভিযোগে গত ১২ ফেব্রুয়ারি প্রথম দফায় অভিযান পরিচালনা করে দুদক। ওই অভিযান শেষে প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণের কথা জানিয়েছিল সংস্থাটির এনফোর্সমেন্ট টিম।
আরএম/এমজে