ঈদের আনন্দে এপেক্স-এর নতুন নাম্বার ওয়ান স্টাইল কালেকশন

ঈদুল আজহা আসন্ন, আর এই উৎসবকে সামনে রেখে এপেক্স নিয়ে এসেছে নজরকাড়া নতুন জুতার কালেকশন। দেশের সব এপেক্স আউটলেট এবং অনলাইন স্টোর ইতিমধ্যেই সেজে উঠেছে ঈদ সাজে, যেখানে স্টাইলপ্রেমী ক্রেতাদের জন্য অপেক্ষা করছে দারুণ অভিজ্ঞতা।
প্রতি মৌসুমেই নতুন ডিজাইন নিয়ে আসার জন্য বিখ্যাত এপেক্স; এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারের ঈদ কালেকশনে পরিবারের সবার জন্য রয়েছে স্টাইল আর কমফোর্টের নিখুঁত সমন্বয়। এপেক্স, ভেনচুরিনি, নিনো রসি, মুচি, স্প্রিন্ট, ম্যাভেরিক, ডক্টর মক, আর টুইঙ্কলার, সব ব্র্যান্ড মিলিয়ে তৈরি হয়েছে এপেক্সের এক বৈচিত্র্যময় কালেকশন; যা ছেলে, মেয়ে, শিশু সবার জন্যই এনেছে রুচিশীল জুতা।
এপেক্স-এর নতুন নাম্বার ওয়ান স্টাইলের মেনস কালেকশনে রয়েছে দারুণ সব লেদার ফুটওয়্যার। এবারে রয়েছে ভেলক্রো বা মেটাল বাকলসহ ব্যাকবেল্ট স্যান্ডেলের অভিনব সব ডিজাইন, সঙ্গে প্যাটার্নযুক্ত মিউল স্যান্ডেল। ফর্মাল লুকে নজর কাড়বে ক্লাসিক অক্সফোর্ড ও ডার্বি শু, আর ক্যাজুয়াল স্টাইলে থাকছে নতুন ঘরানার লোফার, মোকাসিন এবং বুট সু।
লেডিস কালেকশনে রয়েছে রোজকার পরার মতো কমফোর্টেবল শু থেকে শুরু করে উৎসবের জন্য গ্ল্যামারাস পার্টি শু। পাম্প শু, মিউল স্যান্ডেল, ওয়েজ হিল, রয়েছে কমফোর্টের জন্য আর পার্টি লুকের জন্য আছে স্টোনওয়ার্ক করা ব্লক হিল, এঙ্কেল স্ট্র্যাপ হিল, স্টিলেট্টোসহ দারুণ সব স্টাইলিশ স্যান্ডেল।
শিশুদের জন্যও এপেক্স এনেছে নতুন জুতা। মেয়ে বাচ্চাদের কালেকশনে রঙিন ও ফ্যাশনেবল ব্যাকবেল্ট স্যান্ডেল, পাম্প শু আর স্লিপার রয়েছে। ছেলে বাচ্চাদের জন্য থাকছে স্টাইলিশ স্যান্ডেল, লোফার ও ক্যাজুয়াল শু।
ডিজাইন যাই হোক না কেন, ঈদ কালেকশনের প্রতিটি জুতা তৈরি হয় এপেক্স-এর নিজস্ব কারখানায়—যার ফলে প্রতিটি জোড়াই হয় আরামদায়ক ও টেকসই। তাই ইদ সেলিব্রেশনে স্টাইল আর কমফোর্টের জন্য এপেক্সের জুতাই সবার পছন্দ।
