ব্যবসায়ী আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুতে বিজিএমইএ’র শোক

টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।
সোমবার (৯ জুন) শোকবার্তায় বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন ও নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, তার শূন্যতা তৈরি পোশাক শিল্পে গভীরভাবে অনুভূত হবে।
তারা বলেন, আবদুল্লাহ হিল রাকিব ছিলেন একজন গতিশীল উদ্যোক্তা ও নিবেদিতপ্রাণ নেতা, যিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।
বিজিএমইএর পক্ষ থেকে তার পরিবার, সহকর্মী এবং যারা তার কাজ ও নেতৃত্ব দ্বারা প্রভাবিত হয়েছেন—সবার প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একইসঙ্গে পোশাকশিল্পে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেছে বিজিএমইএ।
জানা গেছে, আবদুল্লাহ হিল রাকিব কানাডায় নৌকাডুবিতে মারা গেছেন। ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেল ৩টার কিছু পরে কানাডার অন্টারিও প্রদেশের স্টারজিওন লেকে। রাকিব একটি ক্যানো নৌকায় ছিলেন তার বন্ধু বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান এবং তার ছেলের সঙ্গে। নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব ও তার বন্ধু প্রাণ হারান।
টিম গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
আরএইচটি/এসআইআর