স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পেলো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি ১৬টি ক্যাটাগরিতে মোট ৩০টি প্রতিষ্ঠানকে “গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়েছে। এ সম্মানজনক স্বীকৃতির আওতায় প্রসাধনী খাতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পুরস্কৃত হয়, যা প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রম ও টেকসই শিল্প ব্যবস্থাপনার প্রতি প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ স্বীকৃতি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ।
এই স্বীকৃতি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং এটি প্রতিষ্ঠান হিসেবে স্কয়ারের দায়বদ্ধতার প্রতিচ্ছবি। প্রথম থেকেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের কর্মীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করেছে। নারী কর্মীদের জন্য রয়েছে ডে-কেয়ার, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ যাতায়াত এবং নেতৃত্ব বিকাশের সমান ও পর্যাপ্ত সুযোগ। সবার জন্য রয়েছে গ্রুপ বীমা, স্বাস্থ্যসেবা, খাবারের সুব্যবস্থা, ফেয়ার প্রাইস শপ, শিক্ষাবৃত্তি এবং আরও অনেক সহায়ক ব্যবস্থা।
পরিবেশের প্রতি অঙ্গীকার থেকে স্কয়ার টয়লেট্রিজ নিয়েছে বেশ কিছু টেকসই উদ্যোগ। ২৫% পর্যন্ত প্লাস্টিক ব্যবহার কমানো, সৌরশক্তির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং দূষণমুক্ত উৎপাদন তার মধ্যে অন্যতম।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বিশ্বাস করে, একটি সুস্থ পৃথিবী সবার অধিকার। তাই, মানুষ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা নিয়েই তারা আগামীর পথে অগ্রসর হতে চায়।