নগদের ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ-এর ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কায়জার আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে সাত সদস্যের নতুন বোর্ড গঠন করা হয়েছে।
গত ২৩ জুন ডাক বিভাগের মহাপরিচালকের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।
নতুন পর্ষদের অন্য সদস্যরা হলেন— মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো ড. নিয়াজ আসাদুল্লাহ, আগের পর্ষদের সদস্য পিআরআই-এর গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।
এছাড়া পদাধিকারবলে সদস্য থাকবেন ডাক বিভাগের মহাপরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব।
আগের সরকারের আমলে নগদের পরিচালনায় যুক্ত ব্যক্তিরা গত ৫ আগস্টের পর প্রতিষ্ঠান থেকে সরে যান। এরপর বাংলাদেশ ব্যাংক ২১ আগস্ট প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দেয়। পরে সেপ্টেম্বর মাসে বিআইডিএস-এর সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুরশিদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়, যা এখন পুনর্গঠন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে একপক্ষ আদালতে গেলে বিচারিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের পক্ষেই রায় দেন।
জানা গেছে, ডাক বিভাগের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এই নতুন পর্ষদ গঠন করেছে। ডাক বিভাগের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নগদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণের লক্ষ্যে নতুন পর্ষদ পুনর্গঠন করা হলো। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন ২০২৪ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
এসআই/