এলজির কমপ্লিট ইয়ার সলিউশন টেকনোলজি এখন র্যানকনে

প্রযুক্তিনির্ভর, শক্তি-সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব সমাধানের ক্ষেত্রে বৈশ্বিকভাবে স্বীকৃত কোরিয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড এলজি ইলেক্ট্রনিকের কমপ্লিট এয়ার সলিউশন এখন পাওয়া যাচ্ছে র্যানকনে।
এ উপলক্ষ্যে শনিবার (২ আগস্ট) র্যাংস ইমার্টের গুলশান শোরুম পরিদর্শন করেন এলজির গ্লোবাল ও এশিয়া অঞ্চলের শীর্ষ নির্বাহীরা।
এলজির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন— ইকো সল্যুশন কোম্পানির প্রেসিডেন্ট জে সং লি, আরএসি বিজনেসের প্রেসিডেন্ট সিওক হুন জ্যাং, ইএস এশিয়া/ইন্ডিয়া সেলস ও মার্কেটিং লিডার ইয়ন উক জিয়ং, এলজিইএসএলের প্রেসিডেন্ট কুন হো লি, এলইএসএল বিডিবির এমডি জেরাল্ড চুন, এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা।
র্যানকন গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, র্যাংকন ইলেকট্রনিক্স এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা।
ইকো সল্যুশন কোম্পানির প্রেসিডেন্ট জে সং লি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোর দ্রুত পরিবর্তনশীল চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা নিয়ে এসেছি এমন একটি সমাধান, যা কেবল শীতাতপ নিয়ন্ত্রণ নয়— শক্তি দক্ষতা, উন্নত বায়ুগুণমান এবং স্মার্ট ব্যবস্থাপনায় নতুন মানদণ্ড স্থাপন করবে।
র্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, রোমো রউফ চৌধুরী বলেন, টেকনোলজি ও সাসটেইনেবিলিটির যুগে এলজির মতো একটি বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। র্যানকন সবসময় আধুনিক ও কার্যকরী সমাধান নিয়ে কাজ করে যাবে।
এমএন
