ব্যাংক-বিমার উত্থানে বড় পতন থেকে রক্ষা

ব্যাংক-বিমা এবং আর্থিক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির ওপর ভর করে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুন) বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার।
এদিন উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে নতুন সপ্তাহের প্রথম দুই কার্যদিবস টানা দরপতন হলো। তবে তার আগের সপ্তাহের শেষ তিনদিন উত্থান হয়।
রোববারের মতো সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। তবে শেয়ার বিক্রির চাপে মাত্র ৫ মিনিটের মাথায় শুরু হয় সূচক পতন, যা অব্যাহত ছিল সকাল সাড়ে ১০টা পর্যন্ত। এরপর ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়াকে কেন্দ্র করে সূচক বাড়তে থাকে। এই ধারা অব্যাহত ছিল ১০টা ৪৭ মিনিট পর্যন্ত। এসময়ে আগের দিনের চেয়ে সূচক ২৪ পয়েন্ট বাড়ে।
কিন্তু তারপর বস্ত্র, মিউচ্যুয়াল এবং ওষুধ ও রসায়নসহ বেশির ভাগ খাতের শেয়ারের বিক্রির চাপ বেশি থাকায় দিনের বাকি সময় লেনদেন হয় সূচকের ওঠানামায়।
ফলে দিনে শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৬১ পয়েন্ট।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে সাতটির, অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের।
বিমা খাতের তালিকাভুক্ত ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ার। এছাড়াও আর্থিক খাতের ২৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৫টির দাম।
ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৩৭ কোটি ৭০ লাখ ৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ ৫৬ হাজার টাকা।
বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন আগের দিনের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ছয় হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১ হাজার ২৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংকের শেয়ারের। এরপর ক্রমান্বয়ে রয়েছে, পাইওনিয়ার ইনস্যুরেন্স, লুব-রেফ, ফরচুন সু, ন্যাশনাল ফিড মিলস, প্রগতি ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এবং ওরিয়ন ফার্মাসিটিউক্যালস লিমিটেড।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ কমে ১৭ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯১টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ারের দাম।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৮৫৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯০ কোটি ১ লাখ ৪৮ হাজার ৮০৯ টাকা।
এমআই/জেডএস