আকিজ লাইট ইঞ্জিনিয়ারিংয়ের ব্র্যান্ড ‘ইনোভার’-এর আত্মপ্রকাশ

বাংলাদেশে উদ্ভাবনের জগতে নতুন অধ্যায়ের সূচনা হলো আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ব্র্যান্ড ‘ইনোভার’-এর আত্মপ্রকাশের মাধ্যমে।
রোববার (২৪ আগস্ট) আকিজ হাউসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্র্যান্ডটির লোগো ও ট্যাগলাইন “Designed For Now” উন্মোচন করা হয়, যা ভোক্তার দৈনন্দিন জীবনে সময়োপযোগী ও স্মার্ট সমাধান দেওয়ার প্রতিশ্রুতি বহন করে।
প্রাথমিক পর্যায়ে ইনোভার বাজারে আত্মপ্রকাশ করছে গুণগতমানসম্পন্ন এলইডি লাইটিং ও সুইচ- এক্সেসরিজ পণ্যের মাধ্যমে। তবে স্বপ্নের সীমানা এখানেই সীমাবদ্ধ নয়— ক্রমবর্ধমান বাজারে নিজেদের কর্ম পরিকল্পনা এবং আধুনিকতার ছোঁয়ায় ধারাবাহিকভাবে আরও ভিন্নধর্মী ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে ইনোভার সবার আস্থার প্রতীক হয়ে ওঠার দৃঢ় প্রত্যয় বহন করে। আগামীতে হোম অ্যাপলায়েন্স, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলস, ক্যাবলস ইত্যাদি ব্যবসায় আগমনের পরিকল্পনা অনুষ্ঠানে প্রকাশ করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এ. কে. জোয়াদ্দার, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও মাসুদ আল আমিন রাজীব, হেড অব অপারেশন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম ফয়সাল, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিজনেস ইউনিট প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইনোভার শুধু একটা ব্র্যান্ড নয় —এটি এক প্রতিশ্রুতি। উদ্ভাবন, আস্থা ও আধুনিকতার প্রতিশ্রুতিতে ইনোভারের মাধ্যমে প্রতিটি মানুষের জীবন হয়ে উঠুক আরো সহজ, স্মার্ট ও স্বাচ্ছন্দ্যময়।
