টিআইএনধারীরা রিটার্ন দাখিল না করলে আয়, ব্যয় ও সম্পদের সরেজমিন তদন্ত হবে

আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকা স্বত্বেও আয়কর রিটার্ন দাখিল না করলে তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে তদন্ত করে, আইন অনুযায়ী আয়কর আদায়ের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বৃহস্পতিবার কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভায় তিনি এমন নির্দেশনা দেন।
শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন এনবিআরের জনসংযোগ দপ্তর।
এনবিআর চেয়ারম্যান বলেন, টিআইএন থাকা স্বত্বেও যেসব করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন না তাদের সবাইকে রিটার্ন দাখিলের জন্য নোটিশ করে, তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে তদন্ত করে, আইন অনুযায়ী আয়কর আরোপ করে তা আদায় করার জন্য আয়কর আইন অনুযায়ী সব কার্যক্রম গ্রহণ করে প্রতি মাসের রাজস্ব সভায় তথ্য-উপাত্ত উপস্থাপন করতে হবে।
সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ পর্যালোচনায় চেয়ারম্যান বলেন, ট্রেড ফ্যাসিলিটেশন নিশ্চিত করে বিদ্যমান আইন প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে হবে। সন্দেহের বশবর্তী হয়ে অতীত রেকর্ডের ভিত্তিতে রাজস্ব ঝুঁকি বিবেচনায় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। সৎ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করার ওপরও জোর দেন চেয়ারম্যান।
তিনি আরও বলেন, যারা নিয়ম মেনে কর দিচ্ছেন তাদের ওপর বাড়তি চাপ না দিয়ে, যারা একেবারেই ভ্যাট দেন না বা ফাঁকি দেন তাদের আইনের আওতায় আনতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও যারা নিবন্ধন করেননি তাদের দ্রুত নিবন্ধনের নির্দেশ দেন তিনি।
বন্ড সুবিধার অপব্যবহার রোধে চেয়ারম্যান নির্দেশ দিয়ে চেয়ারম্যান বলেন, অনলাইনে বন্ড কার্যক্রম বাধ্যতামূলক করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা না দিলে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বাজারে বন্ড সুবিধার আওতাভুক্ত পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আমদানিকারকের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।
আয়কর অনুবিভাগের কার্যক্রমে চেয়ারম্যান করদাতাদের সুবিধার্থে কমিশনারেটে কল সেন্টার ও ই-রিটার্ন সহায়তায় পর্যাপ্ত জনবল নিয়োগের নির্দেশ দেন। তিনি দ্রুত eTIN ও eTDS সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বকেয়া কর আদায়, অডিট মামলার দ্রুত নিষ্পত্তি ও কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন আবদুর রহমান খান।
সভায় কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের সব কমিশনার এবং এনবিআরের সদস্যরা অংশ নেন।
আরএম/এমজে