সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ (অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা) লভ্যাংশ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। লভ্যাংশ হিসেবে কোম্পানির কাছ থেকে ৬ কোটি ৬২ হাজার ১৬৭ টাকা পাবেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (১৫ জুন) ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এর আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
ঘোষিত লভ্যাংশ ৪ কোটি ৪১ হাজার ৪৪৫ জন শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ সেপ্টেম্বর। ওই দিন ভার্চুয়ালি কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।
২০২০ সালে বিমা খাতের এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৯ সালে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭১ পয়সা।
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ২৫ পয়সা। আর শেয়ার প্রতি আয় ১ টাকা ২৫ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০ টাকা ৩৫ পয়সা।
২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৫ শতাংশ শেয়ার। সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫০ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে প্রায় ১৩ শতাংশ শেয়ার।
এমআই/ওএফ