TOYOTA গাড়ির সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা

বাংলাদেশে টয়োটার গ্রাহকদের জন্য যুক্ত হলো নতুন অধ্যায়। এখন থেকে ঢাকার কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড এবং চট্টগ্রামের কারবয় প্রাইভেট লিমিটেডে টয়োটা অনুমোদিত টি-সেন্টারের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ মানের সেবা পাবেন।
টি-সেন্টার দুটির ঠিকানা :
কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড
৩২২, সৌদি মসজিদ রোড, জগন্নাথপুর,
অ্যাপোলো হাসপাতালের এক্সিট রোড,
ভাটারা, বারিধারা, ঢাকা ১২২৯, বাংলাদেশ।
এবং
কারবয় প্রাইভেট লিমিটেড
এস. কে. মুজিব রোড, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা,
চট্টগ্রাম, বাংলাদেশ।
এখান থেকে গ্রাহকরা নিশ্চিন্তে টয়োটা গাড়ির সাধারণ সার্ভিস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ও জটিল মেরামত করাতে পারবেন।
বাংলাদেশে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে টয়োটা প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় টি-সেন্টার দুটি গ্রাহকদের কাছে বিক্রয়োত্তর ও ওয়ারেন্টি সেবাও নিশ্চিত করবে। নির্ভরযোগ্য ও সময়োপযোগী সেবার মাধ্যমে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জনই টয়োটার সর্বোচ্চ অগ্রাধিকার।
যেকোনো তথ্য ও বিস্তারিত জানতে টয়োটার কলসেন্টারে এই নম্বরে +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও নিয়মিত আপডেট টয়োটার ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।
এমএন
