এনআইডি জালিয়াতি : ২ টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের অস্তিত্বই পায়নি দুদক

ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেড, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড ও ডিজিকন টেকনোলজিসের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, মিরপুর ১২ নম্বরে অবস্থিত ডিজিকন টেকনোলজিস অফিসে অভিযান চালায় দুদক।
অভিযানে দেখা যায়, তিন প্রতিষ্ঠানের মধ্যে দুটি শুধু নামসর্বস্ব এবং বাস্তবে তাদের কোনো কার্যক্রম বা অস্তিত্ব নেই। তবে একটি প্রতিষ্ঠানে কলসেন্টার কার্যক্রম চালু রয়েছে ও ডিজিকন টেকনোলজিস পিএলসি বর্তমানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে দুদক টিম। সংগৃহীত নথিপত্র পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
আরএম/এসএসএইচ