ঢাকায় বিমসটেকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ-বিমসটেক সচিবালয় ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার বিমসটেক সচিবালয় এক বার্তায় জানায়, রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।
মহাসচিব তার বক্তব্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পরামর্শ, সমন্বয় এবং সহযোগিতা বাড়াতে সচিবালয়ের ভূমিকা তুলে ধরেন এবং আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তার বক্তব্যে সংযোগ, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বিমসটেকের অর্জনের প্রশংসা করেন।
এনআই/বিআরইউ