পাঁচ ব্যাংক একীভূতকরণ : অসম্মতির দুটিতে বড় দরপতন

সমস্যাগ্রস্ত শরিয়াভিত্তিক বেসরকারি পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও এর মধ্যে দুটি ব্যাংক একীভূত হতে অনাগ্রহ প্রকাশ করেছিল। তার পরও আর্থিক দুরবস্থা ও অনিশ্চিত ভবিষৎ বিবেচনায় নিয়ে আলোচিত পাঁচটি ব্যাংককেই একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই পাঁচটি ব্যাংকেই গতকালের সিদ্ধান্তের পর আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিনিয়োগকারীদের অনাগ্রহ দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের মধ্যে আগে থেকে সম্মতি দেওয়া ব্যাংক ৩টির শেয়ারদরে তেমন কোন পরিবর্তন হয়নি। তবে যে দুটি ব্যাংক একীভূত হতে সময় চেয়েছিল, সেগুলোতে বড় দরপতন হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, যার সম্ভাব্য নাম হবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। শিগগিরই নতুন এ ব্যাংকটির জন্য লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন
এই ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিল। তবে বাকি ৩টি উল্টো দ্রুত একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ জানিয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই গতকাল কেন্দ্রীয় ব্যাংক ওই পাঁচটির ব্যাংক একীভূতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংকগুলোর শেয়ারদর ওঠা-নামার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, আজ বেলা ১২টা পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারদরে কোনো পরিবর্তন হয়নি। গতকাল ২ টাকা ৫০ পয়সায় লেনদেন হওয়া শেয়ার এই সময় পর্যন্ত একই দরে রয়েছে। তবে এই সময়ের মধ্যে নিচে ২ টাকা ৪০ পয়সা থেকে উপরে ২ টাকা ৬০ পয়সা পর্যন্ত ওঠা-নামা করেছে শেয়ারটি।
গতকাল সর্বশেষ ২ টাকায় লেনদেন হওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আজও বেলা ১২টা পর্যন্ত একই দরে রয়েছে। তবে দিনের এক পর্যায়ে নিচে ১ টাকা ৯০ পয়সা থেকে উপরে ২ টাকা ১০ পয়সা পর্যন্ত উঠেছিল। আর ইউনিয়ন ব্যাংকের শেয়ারও এই সময় পর্যন্ত আগের দিনের রেট ১ টাকা ৯০ পয়সায় স্থির রয়েছে। অবশ্য দিনের এক পর্যায়ে এই শেয়ারটি নিচে ১ টাকা ৮০ পয়সা থেকে উপরে ২ টাকা পর্যন্ত ওঠা-নামা করেছে।
তবে একীভূত হতে সময় চাওয়া সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আজ বেলা ১২টা পর্যন্ত ৩০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। গতকাল ৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হওয়া শেয়ার আজ এই সময় পর্যন্ত কমে ৪ টাকা ৪০ পয়সায় নেমেছে। অবশ্য দিনের একপর্যায়ে ৪ টাকা ৩০ পয়সায়ও নেমেছিল শেয়ারটি।
অন্যদিকে সময় চাওয়া এক্সিম ব্যাংকের শেয়ারদর বেলা ১২টা পর্যন্ত ৩০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ কমেছে। গতকাল ৪টাকায় লেনদেন হওয়া শেয়ারটির দর আজ এই সময় পর্যন্ত কমে ৩ টাকা ৭০ পয়সা হয়েছে।
সাধারণত, কোম্পানির সঙ্গে কোম্পানির, ব্যাংকের সঙ্গে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার মাধ্যমে আর্থিক ভিত্তি শক্তিশালী করা হতে। এতে ভবিষতে একীভূত হওয়া প্রতিষ্ঠানের ব্যবসায়ীক সক্ষমতা বৃদ্ধি পায়। আর এই খরবে প্রত্যেক ক্ষেত্রে একীভূত হতে যাওয়া প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে দেখা যায়। তবে এই ব্যাংকগুলোর ক্ষেত্রে সেই চিত্র পুরোপুরি উল্টো।
এমএমএইচ/এমএসএ