সাটা ২০২৫-এ শেল্টেক্ এর প্লাটিনাম হোটেলের গৌরবময় হ্যাটট্রিক জয়

বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করে শেল্টেক্ এর প্লাটিনাম হোটেল এবার দক্ষিণ এশিয়ার সর্বাধিক মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (SATA) ২০২৫-এ একসঙ্গে তিনটি সম্মানজনক পুরস্কার অর্জন করেছে।
শেল্টেক্ (প্রা.) লিমিটেড-এর প্রিমিয়াম হোটেল প্লাটিনাম। আধুনিক সুবিধা সম্বলিত রুম এবং বিশ্বমানের সেবার জন্য কর্পোরেট এবং ভ্রমণকারী সবার কাছে সমান জনপ্রিয়। প্লাটিনাম গ্র্যান্ড, এবং প্লাটিনাম রেসিডেন্স, আধুনিকতা আর বিলাসিতার নিমিত্তে গড়া উচ্চমানের হোটেল।
শেল্টেক্ এর প্লাটিনাম তাদের অতিথি, অংশীদার এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ, যারা এই সাফল্যের যাত্রায় অংশ নিয়েছেন এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপনে অনুপ্রাণিত করেছেন। এই অর্জনের মধ্য দিয়ে শেল্টেক্ এর প্লাটিনাম হোটেলস গুণগতমান বজায় রেখে বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।
এআইএস
