জিআই পণ্যের স্বীকৃতি পেল রংপুরের শতরঞ্জি

জামদানির পর রংপুরের শতরঞ্জির ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীর অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে রংপুরের শতরঞ্জিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি)।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন উপস্থিত থেকে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসানের হাতে রংপুরের শতরঞ্জিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতির সনদ তুলে দেন।
ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ‘রংপুরের শতরঞ্জি’ নিবন্ধনের জন্য ২০১৯ সালের ১১ জুলাই বিসিক থেকে ডিপিডিটিতে আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের নভেম্বর মাসে বাংলাদেশ ফর্মস অ্যান্ড পাবলিকেশন্স অফিসের জিআই জার্নাল নং-৭-এ রংপুরের শতরঞ্জির জার্নাল প্রকাশিত হয়। এরপর রংপুরের শতরঞ্জিকে ডিপিডিটি ভৌগোলিক নির্দেশক সনদ দেয়। এর আগে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য জামদানিও বিসিক কর্তৃক ২০১৬ সালে নিবন্ধিত হয়।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ডিপিডিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ডিপিডিটির ডেপুটি রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম, মো. সানোয়ার হোসেন ও ডিপিডিটির রেজিস্ট্রার মো. আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
এসআই/ওএফ