সাউথইস্ট ইউনিভার্সিটিতে শুরু হলো দু’দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট ২০২৫’

ফার্মেসি শিক্ষার্থীদের নিয়ে সবচেয়ে বড় ফেস্টের আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। 'ফার্মা ফেস্ট ২০২৫’ নামে এই আয়োজন চলবে দুইদিন। এতে দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে আগত ৭০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ করছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে তরুণ ফার্মাসিস্টদের এই মিলনমেলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিএমডি ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পরিচালক (মার্কেটিং) এহসান আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান বুলবুল।
উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের পাশাপাশি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, করপোরেট লিডার, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক, অ্যালামনাই ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
এমএইচএন/এসএম