সবজির বাজারে শুধু পেঁপের দামই কম

টানা তিন মাসের বেশি সময় ধরে বাজারে সবজির দাম অতিরিক্ত বাড়তি যাচ্ছে। বাজারে শুধু কাঁচা পেঁপের দামই কেবল কম দামে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, গাজর, টমেটো আরও বেশি দামে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাজারের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, প্রতি কেজি মিষ্টি কুমড়া ৬০ টাকায়, প্রতি কেজি ঝিঙা ৭০ টাকায়, প্রতি কেজি চিচিঙ্গা ৭০ টাকায়, প্রতি কেজি ধুন্দল ৮০ টাকা, প্রতি কেজি করলা ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি কেজি বেগুন (গোল) বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, গাজর প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সেগুনবাগিচা বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী খন্দকার মোজাম্মেল হক। তিনি বলেন, বাজারে পেঁপে ছাড়া অন্য সব সবজির দামই অতিরিক্ত বেশি। ৮০ থেকে ১০০ টাকার নিচে সবজির সংখ্যা তুলনামূলক কম। যা আছে সেগুলোও ৬০ থেকে ৭০ টাকা। আজ প্রায় তিন মাসের বেশি সময় ধরে বাজারে অতিরিক্ত দামে সবজি বিক্রি হচ্ছে, অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ আমরা কখনোই দেখছি না। আমাদের মতো সাধারণ ক্রেতারা অতিষ্ঠ হয়ে উঠেছে।
সবজির দামের বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা শাহিদুল ইসলাম বলেন, সবজির দাম বাড়তি যাচ্ছে এটা ঠিক। তবে গত একমাস আগের তুলনায় কিছু কিছু সবজির দাম কিছুটা কমেছে। মূলত বাজারে সরবরাহ কম থাকায় সবজিগুলোর দাম বেড়েছে। কারণ, এ সময় সবজির মৌসুম নয়, নতুন করে সবজি বাজারে উঠতে শুরু করলে দাম কমে আসবে। এছাড়া বিগত কিছুদিন যাবৎ নিয়মিত বৃষ্টির কারণে কৃষকের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতেই। বাজারে নতুন করে সবজি উঠতে শুরু করলে সবজির দাম কমে আসবে।
এএসএস/এমজে