‘করের আওতা বাড়লে কাস্টমস ট্যারিফ কমাতে হবে’

করের আওতা বাড়লে কাস্টমস ট্যারিফ কমাতে হবে বলে দাবি করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ (১০-১৫ ডিসেম্বর) ২০২০’ উপলক্ষে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
শেখ ফজলে ফাহিম বলেন, করোনার মতো মহামারির মধ্যেও বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৩৪ শতাংশ। বাংলাদেশ এখন নিন্মমধ্যম আয়ের দেশ। ২০২১ সালের মধ্যে যা মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সে হিসেবে আমদানি পর্যায়ে কাস্টমস ট্যারিফ কমাতে হবে। এই অবস্থায় আমাদের সঙ্গে এনবিআরও একমত হয়েছে করের আওতা বাড়াতে হবে। করের আওতা বাড়ানোর বিষয়ে এফবিসিসিআইসহ সব ব্যবসায়ী সংগঠনগুলো সহযোগিতা করবে। তবে আমাদের দাবি আওতা বাড়লে কাস্টমস ট্যারিফ কমাতে হবে।
তিনি বলেন, ভ্যাটের যে হার ১৫ শতাংশ রয়েছে, সেখানে তা কমিয়ে ৭ শতাংশ করা উচিত। করপোরেট কর হার কমিয়ে আনা উচিত।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ৯ প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা হিসাবে পুরস্কৃত করা হয়।
এবারে জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতা হলো- উৎপাদনখাতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।
ব্যবসাখাতে ঢাকার মেসার্স হ্যামকো করপোরেশন লিমিটেড, সিমেন্স বাংলাদেশ লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড এবং সেবাখাতে চট্টগ্রামের চিটাগাং ওয়্যার হাউস লিমিটেড, কাতার এয়ারওয়েজ গ্রুপ (কিউসিএসসি) ও সামিট কমিউনিকেশনস লিমিটেড।
এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন, ব্যবসায় ও সেবা ক্যাটাগরিতে ১৩১টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা নির্বাচিত করে এনবিআর।
ভ্যাট দিতে জনসাধারণকে আরও সচেতন করতেই বৃহস্পতিবার জাতীয় মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) দিবস উদযাপিত হচ্ছে। দশমবারের মতো জাতীয় ভ্যাট বা মূসক দিবসের স্লোগান- ‘মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’।
যদিও ১০ ডিসেম্বর পঞ্চমবারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে। এর আগে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো। বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে আরও সচেতনতা বাড়াতে ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ পালন করা হচ্ছে।
এফএআর/জেডএস