প্রধান কার্যালয়ের জন্য ভবন নির্মাণ করবে এশিয়াটিক ল্যাবরেটরিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩২ তলা বিশিষ্ট একটি উচ্চ প্রযুক্তির ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর তেজগাঁও বাণিজ্যিক এলাকায় হতে যাওয়া এই ভবনে কোম্পানির প্রধান কার্যালয়ের দাপ্তরিক কাজ সম্পন্ন হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এশিয়াটিক ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, রাজধানীর ১৫৯/এ, তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ২০ কাঠা জমির ওপর ৩২ তলা বিশিষ্ট উচ্চ প্রযুক্তির এই ভবনটি নির্মিত হবে। ভবনের প্রস্তাবিত নাম দেওয়া হয়েছে ‘টাইম স্কয়ার–ঢাকা’। এখানে কোম্পানির প্রধান কার্যালয়ের দাপ্তরিক কাজ পরিচালিত হবে।
কোম্পানিটি জানায়, এই ভবন নির্মাণের জন্য পরমর্শদাতা ও নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে একটি যৌথ উদ্যোগের চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের পর্ষদ। জমির মালিক হিসেবে কোম্পানির ব্যবস্থাপনার পরিচালকের নেতৃত্বে বাংলাদেশের পরমার্শদাতা প্রতিষ্ঠান হেডরুম লিমিটেড এবং ভবন নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (সিএসসিইসি) সঙ্গে এ চুক্তি করা হবে।
এমএমএইচ/এসএম