ব্যবসা সম্প্রসারণে সহযোগী প্রতিষ্ঠান খুলবে সিটি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির পর্ষদ তাদের ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ব্যাংকটি একটি নতুন সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে দেশের প্রথম সারির বাণিজ্যিক ব্যাংকটি।
তথ্য অনুযায়ী, ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে ‘সিটি ক্রেডিট ব্যুরো’। ব্যাংকের পর্ষদ সদস্যরা এই সহযোগী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে সম্মতি দিয়েছে। এটি প্রতিষ্ঠিত হলে ব্যাংকের ব্যবসায় ধারাবাহিক প্রবৃদ্ধি আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
জানা গেছে, সম্প্রতি সিটি ব্যাংকসহ পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানকে ‘ক্রেডিট ব্যুরো’ প্রতিষ্ঠার প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যগুলো হলো- বিকাশ ক্রেডিট ব্যুরো, ক্রেডিট ইনফো বিডি, ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট ব্যুরো এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্স-ইউনিয়ন। এটিই দেশের বেসরকারি খাতে প্রথম ‘ক্রেডিট ব্যুরো’ প্রতিষ্ঠান হতে যাচ্ছে।
এমএমএইচ/এমএন