বড় লোকসানে এনআরবি ব্যাংক, ইউসিবির মুনাফা কমেছে ৭৮ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আলোচিত হিসাব বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবি ব্যাংকের নিট লোকসান হয়েছে ১৩৯ কোটি টাকা এবং ইউসিবির কর পরবর্তী নিট মুনাফা কমেছে ৭৮ শতাংশের বেশি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংক দুটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর আগে বুধবার ব্যাংক দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় ওই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে এনআরবি ব্যাংকের বিতরণ করা ঋণের বিপরীতে সুদ বাবদ আয় হয়েছে ৫২৭ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এই আয় হয়েছিল ৫০৪ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে প্রথম ৯ মাসে ব্যাংকটির সুদ বাবদ আয় বেড়েছে ২৩ কোটি ৩০ লাখ টাকা বা প্রায় ৫ শতাংশ। সুদ আয় বাড়লেও আলোচ্য ৯ মাসে ব্যাংকের বড় লোকসান হয়েছে। এ লোকসানের পরিমাণ ১৩৮ কোটি ৯৬ লাখ টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা হয়েছিল ১৯ কোটি ১৬ লাখ টাকা।
চলতি হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এনআরবি ব্যাংকের সুদ বাবদ আয় হয়েছে ১৮৪ কোটি ২৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১৮০ কোটি ৬৭ লাখ টাকা। এই বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির নিট লোকসান হয়েছে ৫৩ কোটি ৫২ লাখ টাকা। আগের বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছিল ৮ কোটি ৬১ লাখ টাকা।
এদিকে, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ইউসিবির বিতরণ করা ঋণের বিপরীতে সুদ বাবদ আয় হয়েছে ৪ হাজার ৭০৭ কোটি ৩০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৪ হাজার ১৯৭ কোটি ১৪ লাখ টাকা। সে হিসেবে আলোচিত ৯ মাসে ব্যাংকের সুদ আয় বেড়েছে ৫১০ কোটি ১৬ লাখ টাকা বা ১২ দশমিক ১৫ শতাংশ। সুদ আয় বাড়লেও আলোচ্য সময়ে ব্যাংকের নিট মুনাফা কমেছে ১৭৬ কোটি ৫৭ লাখ টাকা বা ৭৮ দশমিক ৩২ শতাংশ। চলতি বছরের প্রথম ৯ মাসে নিট মুনাফা হয়েছে ৪৮ কোটি ৮৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ২২৫ কোটি ৪২ লাখ টাকা।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ইউসিবির সুদ বাবদ আয় হয়েছে ১ হাজার ৬৩৬ কোটি ৫১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ হাজার ৬১২ কোটি ২৩ লাখ টাকা। এ বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৩২ কোটি ২ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা হয়েছিল ৯৮ কোটি ৫০ লাখ টাকা।
এমএমএইচ/এসএম