সিপিডির ক্লাইমেট উইক ২০২৫ শুরু

‘আকাঙ্ক্ষাকে কাজে রূপান্তর’ এই প্রতিপাদ্য সামনে রেখে ক্লাইমেট উইক-২০২৫ আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ১৮ অক্টোবর (শনিবার) থেকে ২১ অক্টোবর ঢাকায় চারদিনের এই আয়োজনে থাকছে সম্মেলন, সংলাপ, প্রতিযোগিতা ও প্রদর্শনী। এতে অংশ নেবেন নীতিনির্ধারক, গবেষক, তরুণ প্রজন্ম, নাগরিক সমাজের প্রতিনিধি ও বেসরকারি খাতের উদ্যোক্তারা।
আলোচনায় থাকবে— জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন, সহনশীলতা ও উদ্ভাবনী সমাধান বিষয়ক নানা দিক। এই আয়োজনটি ডেনমার্ক দূতাবাস ও বিশ্বব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম দিনে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ক্লাইমেট উইকের শুরুতে উদ্বোধনী অধিবেশন, যেখানে জাতীয় স্বার্থকে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য করার উপায় নিয়ে আলোচনা হবে। ছয়টি বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হবে। যেমন— ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন, কার্বন বাজার, জলবায়ু-স্মার্ট কৃষি, টেকসই অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনা ইত্যাদি।
দ্বিতীয় দিনে তরুণ গবেষক ও পেশাজীবীরা উপস্থাপন করবেন অভিযোজন, প্রশমন, সহনশীলতা, সবুজ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে গবেষণাপত্র। সেরা প্রবন্ধগুলো পুরস্কৃত করা হবে এবং প্রকাশনার জন্য বিবেচনা করা হবে।
তৃতীয় দিনে থাকবে তরুণদের নিয়ে নীতি বিষয়ক কর্মশালা ও সংলাপ। এতে আলোচনা হবে— জলবায়ু বাজেটিং, আর্থিক কাঠামো এবং অভিযোজন পরিকল্পনা নিয়ে। এই সেশনগুলো তরুণ নেতৃত্বকে ক্ষমতায়িত করবে, যাতে তারা অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও প্রমাণভিত্তিক জলবায়ু নীতি প্রণয়নে ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন
আর শেষ দিনে থাকবে ক্লাইমেট অলিম্পিয়াড, নীতি বিষয়ক কেস প্রতিযোগিতা এবং গ্রিন প্রজেক্ট প্রদর্শনী। শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা উপস্থাপন করবেন জলবায়ু সমাধান ও নীতি ধারণা। এছাড়া সবুজ উদ্যোগ ও প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করবে টেকসই উন্নয়ন, সার্কুলার ইকোনমি মডেল এবং কমিউনিটি-ভিত্তিক অভিযোজন প্রকল্প।
এক সংবাদ বিবৃতিতে সিপিডি বলেছে, এই আয়োজনের মাধ্যমে নীতি, গবেষণা ও কার্যক্রমকে একত্রে যুক্ত করে একটি বাস্তবসম্মত জলবায়ু কর্মপরিকল্পনা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। ক্লাইমেট উইক ২০২৫ বাংলাদেশের তরুণ নেতৃত্বকে অনুপ্রাণিত করবে একটি ন্যায্য, টেকসই ও অভিযোজনক্ষম ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে।
আরএম/এমএন