ক্রাউন্ট সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন্ট সিমেন্ট পিএলসির গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ক্রাউন্ট সিমেন্টের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫২ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৬ টাকা ৭৪ পয়সা।
গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৬ পয়সা। আগের বছর শেষে যা ছিল ৫৬ টাকা ৯৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২২ ডিসেম্বর বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
এমএমএইচ/এসএম